সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

ধানের তুষ থেকে বিদ্যুৎ উৎপাদন

রিপোর্টারের নাম : / ২৪ টাইম ভিউ :
আপডেটের সময় : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ধানের তুষ থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ । সেই বিদ্যুৎ দিয়ে চলছে কল কারখানা। আর পুড়া ছাই  হতে উৎপাদন করা হচ্ছে সোনা খ্যাত সাদা সুপার সিল্ক পাউডার। অন্যান্য কারখানা মালিকরা বিদ্যুৎ সাশ্রয়ে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন বলে জানান উদ্যোক্তারা। 

ধানের তুষ পুষে বিদ্যুৎ উৎপাদন উৎপাদিত বিদ্যুৎ থেকে চলছে কারখানা  এমন চিত্র ফুটে উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সাসটিনেবল এনার্জি ফুড এন্ড এগ্রো লিমিটেড কারখানায় এভাবেই তুষ থেকে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ। কারখানাটিতে প্রথমে তুস প্রক্রিয়াজাতকরণ তৈরি করা হয় গ্যাস। এ গ্যাস থেকে ২০০ কেবি দুটি বিদ্যুৎ জেনারেটর চালু করে তৈরি করা হয় বিদ্যুৎ।  জানা গেছে  দুই কেজি তুষে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের নির্ভরতা,  উৎপাদন খরচ কমবে বলে মনে করছেন উদ্যোক্তারা। 

এ বিষয়ে কারখানার মালিক মাসুদুর রহমান বলেন,  আমাদের দেশে অনেক কারখানা রয়েছে এসকল কারখানা এভাবে তুই থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের নির্ভরতা ও বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে  পারেন বলে মনে করেন তিনি। এখান থেকে প্রতিদিন ৫০০  কেজি সিলিকা পাউডার তৈরি করা হয় যে শ্রেণীকে পাউডার জুতা কসমেটিক্স পতাকা তৈরিতে ব্যবহার করা হয়।  এটি বিদেশে রপ্তানি করা হয়। 

এ বিষয়ে ঠাকুরগাঁ জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন এ ধরনের প্রকল্পে যত প্রকার করা প্রয়োজন আমরা সেটা করব।  এমনকি মারকেটিং কাজে আমাদের যদি কোন করণীয় থাকে সে বিষয়ে আমরা তাদেরকে সহায়তা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *