রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘শোকেস বাংলাদেশ’

রিপোর্টারের নাম : / ৪৬ টাইম ভিউ :
আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ডিসেম্বরে ৬ষ্ঠ বারের মতো মালয়েশিয়ায় শোকেস বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাইকমিশনের সহায়তায় বিএমসিসিআইয়ের উদ্যোগে ট্রেড ফেয়ারের মাধ্যমে দেশি পণ্যের নতুন রফতানি বাজার খুঁজে পেতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠেয় ‘শোকেস বাংলাদেশ’ এ দেশি পণ্যের প্রদর্শনী ছাড়াও পুরো বাংলাদেশেরই শোকেস করা হবে। তুলে আনা হবে নতুন ফোকাস।

অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কনফারেন্স হলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার।

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সৈয়দ আলমাছ কবির, সেক্রেটারি জেনারেল মো. মোতাহার হোসেন খাঁন, জয়েন্ট সেক্রেটারি রোবাইয়াত আহসান ও পরিচালক মাহবুব আলম শাহসহ বিএমসিসিআইয়ের ১০ জন প্রতিনিধি দল সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, মিনিস্টার লোবার নাজমস সাদাত সেলিম, দূতালয় প্রধান কাউন্সিলর রাজনৈতিক মো. রুহুল আমিন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *