রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

মঙ্গলবার হতে ১৪ টাকা কমে সয়াবিনের দাম প্রতি লিটারে ১৭৮ নির্ধারন

রিপোর্টারের নাম : / ৩৯ টাইম ভিউ :
আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

এবার সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। এর ফলে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, নতুন দরে মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করা হবে ১৭৮ টাকা লিটার,  যা আগে ছিল ১৯২ টাকা লিটার। ৫ লিটারের দাম করা হয়েছে ৮৮০ টাকা, যা আগের দাম ছিল ৯৬০ টাকা। আর খোলা তেল প্রতি লিটার বিক্রি করা হবে ১৫৮ টাকা। যা আগে ছিল ১৭৫ টাকা লিটার, প্রতি লিটারে কমেছে ১৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা হায়দার সাক্ষাৎ করে দাম কমানোর এই সিদ্ধান্ত হয়েছে। ভোক্তাদের সুবিধার্থে প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা কমানো হয়েছে, যা মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *