রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

কালীগঞ্জে সর্পদংশন জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৩১ টাইম ভিউ :
আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

এইচ আর বাপ্পী ; কালীগঞ্জ, লালমনিরহাট

সাপে কাটলে ওঝা নয়, সরকারি জেলা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়, এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে “ওয়াইল্ডলাইভ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের”এর আয়োজনে সর্পদংশন জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যায়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়ন পরিষদ হলরুমে।

উক্ত কর্মশালায় সাপ সম্পর্কিত সকল বিষয় এবং এই অঞ্চলের প্রাপ্ত সাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সাথে সাপে কাটলে করণীয়, যথা সময়ে চিকিৎসা, এবং কুসংস্কার, ভুল প্রথা ও অনিয়মগুলো নিয়ে সাধারণ মানুষের সামনে বিস্তারিত চিত্র তুলে ধরা হয় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব জাহাঙ্গীর আলম ( বিপ্লব ) পুরো কর্মশালাটি সঞ্চালনা ও পরিচালনা করেন Wildlife And Snake Rescue Team In Baghdad (WSRTBD) এর সদস্য লিজেন আহমেদ (প্রান্ত) ফেরদৌস আলম ও কর্মশালাটি’র আহবায়ক আবু আল হাসান জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *