সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

পুলিশ ও গণমাধ্যমকর্মী একই সূত্রে গাঁথা  মতবিনিময় কালে নড়াইল পুলিশ  সুপার

রিপোর্টারের নাম : / ৩৩ টাইম ভিউ :
আপডেটের সময় : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

খালিদ হোসেন, নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইল প্রেক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুনকে ফুলেল ফুভেচ্ছাসহ ক্রেষ্ট প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ওশান সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সহ-সভাপতি, এম মুনীর চৌধুরী, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, কার্ত্তিক দাস, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম তুহিন, মলয় নন্দী,হাফিজুল নিলু, মীর্জা মাহমুদুল হাসান রন্টুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন  বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মী একই সূত্রে গাঁথা। আমরা সকলে মিলে এক সাথে এক অপরের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে নিজেদের মধ্যে কোন প্রকান ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না। নিউজের ক্ষেত্রে যোগাযোগ রাখবেন জেলা পুলিশ আপনাদের সাথে আছে, আমি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *